O Amar Desher Mati | ও আমার দেশের মাটি | Rabindra Sangeet | Iman chakraborty | Dance cover
O Amar Desher Mati | ও আমার দেশের মাটি | Rabindra Sangeet | Iman chakraborty | Dance cover
[matched_content]
O Amar Desher Mati is a Bengali patriotic song sung by Iman Chakraborty. The video song is arranged by Ayan Mukherjee. O Amar Desher Mati lyrics are written by Rabindra Nath Tagore.
Song: O Amar Desher Mati
Singer: Iman Chakraborty
Lyrics: Rabindra Nath Tagore
Arranged by: Ayan Mukherjee
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
ওগো মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।
ও মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা,
সকল-বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
ও মা, অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।
আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
PERFORMED BY — PRATTUSH
CHOREGRAPHY / CONCEPT —- PRATTUSH
#Iman_chakraborty #Rabindrasangeet #deshbhakti #Republic_day